• হোম > জাতীয় > সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মার্চেই শেষ হচ্ছে : তাপস

সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মার্চেই শেষ হচ্ছে : তাপস

  • বুধবার, ১০ আগস্ট ২০২২, ১৪:০৪
  • ৩৮৮

সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মার্চেই শেষ হচ্ছে, জানালেন তাপস

রাজধানীন সায়েদাবাদে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের মার্চের মধ্যে শেষ হবে টার্মিনালটির নির্মাণ কাজ। তেমন দাবিই করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে সায়েদাবাদ কেন্দ্রীয় মোটর গ্যারেজ ও বাস টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ‘প্রতি বুধবার আমরা বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। আজও (১০ আগস্ট) আমরা সে ধারাবাহিকতায় সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি। আপনারা জানেন, বাস রুট কার্যক্রম রেশনিংয়ের কার্যক্রম শুরু করেছি। একটির যাত্রাপথ শুরু হয়েছে, আরও দুটির কার্যক্রম আগামী পহেলা সেপ্টেম্বর উদ্বোধন করব। এসব কার্যক্রম বেগবান করার জন্য সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন নিজ অর্থায়নে শুরু করেছি। ৩০ কোটি টাকার বেশি ব্যয়ে এ কার্যক্রম হাতে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেক আগে সায়দাবাদ টার্মিনাল নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়নি। এখানে জলাবদ্ধতাসহ অবকাঠামো ভঙ্গুর ও খারাপ অবস্থায় ছিল। এজন্য বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহন যেন শৃঙ্খলাবদ্ধ করা যায় সেজন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123549 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:43:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group