• হোম > নারী ও শিশু | বাংলাদেশ > ভোলায় ইউএনও’র হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ; জরিমানা

ভোলায় ইউএনও’র হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ; জরিমানা

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১০:৫৬
  • ৪১৮

ভোলায় ইউএনও’র হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পৃথক পৃথক অভিযানে বাল্যবিয়ের অপরাধের কনের পিতা মো. মিরাজ (৫০)কে ২০ হাজার টাকা ও কনের নানা মো. ইউসুফ (৬০) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০আগস্ট) দুপুর আড়াইটা ও বিকাল ৩ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ছোট মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বুধবার দুপুর ও বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ও ছোট মানিকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আমরা তাদেরকে জরিমানা করেছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123585 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 05:32:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group