• হোম > জাতীয় পার্টি | রাজনীতি > জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১১:০৮
  • ১৩৬৮

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : জ্বালানি তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও কৃষি সারসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।

বুধবার (১০আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম শাপলা চত্ত্বরের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আহবায়ক আমজাদ হোসেন।

সমাবেশে এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের করুণ অবস্থা। খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন দুস্কর। অবিলম্বে জ্বালানি তেল সহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123589 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 08:07:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group