• হোম > আন্তর্জাতিক > ফের উত্তেজনা কাশ্মিরে, সেনা ঘাঁটিতে হামলা; ৩ সেনাসহ নিহত ৫

ফের উত্তেজনা কাশ্মিরে, সেনা ঘাঁটিতে হামলা; ৩ সেনাসহ নিহত ৫

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১১:৫৬
  • ৪৯১

 ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সেনাচৌকিতে চালানো সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ সেনা সদস্য। পাল্টা অভিযানে দুই চরমপন্থীরও মৃত্যু হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং গণমাধ্যমকে নিশ্চিত করেন এসব তথ্য। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে রাজৌরি সামরিক ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে একদল চরমপন্থী। এ সময় প্রহরায় থাকা সেনা সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করলে শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে অতিরিক্ত সেনাবহর। গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা; চলছে চিরুনি অভিযান।

প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, হামলাকারীরা চরমপন্থী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র সদস্য। নিহত সন্ত্রাসীদের পরিচয় শনাক্তে কাজ করছে গোয়েন্দা দল। নিরাপত্তা বাহিনীর দাবি, ভারতের স্বাধীনতা দিবস ঘিরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। ২০১৬ সালে উরি সামরিক ঘাঁটিতে একইরকমভাবে চালানো হামলায় প্রাণ যায় ১৮ সেনার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123601 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:17:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group