• হোম > বাংলাদেশ | রংপুর > জাতীয় শোক দিবস পালনে ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবস পালনে ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ১৭:০৩
  • ৪০৫

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক। ইউপি সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অম্রবাড়ী আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলম,খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ট এমামুল ইসলাম, খয়েরবাড়ী মনমহোন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধিমান চন্দ্র সাহা, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোষ্ট মোহোন চৌধুরী। এসময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123650 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:18:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group