• হোম > অর্থনীতি > ব্যবসায় সব লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর চায় বিজিএমইএ

ব্যবসায় সব লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর চায় বিজিএমইএ

  • শনিবার, ১৩ আগস্ট ২০২২, ১৩:৩৫
  • ৩৫৮

সংগৃহীত ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম বলেছেন, ব্যবসায় সব লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর পর্যন্ত করে দেওয়া হলে আমরা ব্যবসা সহজীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের (এমসিসিআই) উদ্যোগে আয়োজিত ইজ অব ডুয়িং বিজনেস সংক্রান্ত এক আলোচনা সভায় এ কথা বলেন। এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সভায় এমসিসিআইর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এমসিসিআইএ’র বর্তমান বোর্ডের জ্যেষ্ঠ সহসভাপতি কামরান টি রহমান ও সদস্যসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শহিদউল্লাহ আজিম বলেন, ‘পোশাক শিল্প কারখানার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স, বিশেষ করে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সসহ বিভিন্ন সরকারি দফতর থেকে লাইসেন্স নিতে হয় এবং এগুলো প্রতিবছরই নবায়ন করতে হয়। বিভিন্ন ধরনের লাইসেন্স প্রতিবছর নবায়ন করার কারণে সারা বছরজুড়ে পোশাক কারখানাগুলো নবায়নের কাজে ব্যস্ত থাকে। ফলে পোশাক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না।’

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য সবচেয়ে বেশি জরুরি ব্যবসা সহজীকরণ বা ইজ অব ডুয়িং বিজনেস। এক্ষেত্রে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সব ধরনের লাইসেন্স, বিশেষ করে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার অনুরোধ জানিয়ে বলেন, এতে করে ব্যবসায় স্বচ্ছতা রক্ষা হবে, সরকার একই সঙ্গে ৫ বছরের রাজস্ব পাবেন এবং ব্যবসায় কাগজপত্র কম লাগবে, যা সরকারের ডিজিটালাইজেশন রূপকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

শহিদউল্লাহ আজিম পোশাক শিল্প রক্ষায় ঢাকা শহরে বিদ্যমান কারখানাগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন ও অন্যান্য সহযোগিতা সহজশর্ত সাপেক্ষে অব্যাহত রাখা; হোল্ডিং ট্যাক্সের সঙ্গে ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়টি জড়িয়ে না ফেলা; শিল্প স্থাাপনায় হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন ফি ঘন ঘন পরিবর্তন না করা এবং নতুন ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণের জন্য সরকারকে অনুরোধ করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123654 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 03:44:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group