• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > আগামী বছর থেকে সরকারি হাসপাতালে স্বল্প খরচে স্বাস্থ্য পরীক্ষা

আগামী বছর থেকে সরকারি হাসপাতালে স্বল্প খরচে স্বাস্থ্য পরীক্ষা

  • শনিবার, ১৩ আগস্ট ২০২২, ১৯:৩২
  • ২২১৫

মানিকগঞ্জে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী

আগামী বছর থেকে সরকারি হাসপাতালগুলোতে সবার জন্য বাৎসরিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। মানুষ যৎসামান্য খরচে এই সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর থেকে সরকারি হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি এই সেবা চালু হবে। তখন দ্রুত সময়ে রোগ শনাক্ত করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর ৯০ হাজার নবজাতক মারা যাচ্ছে। প্রতি মাসে ২৫০ জন ও প্রতিদিন ১০-১১ জন মারা যাচ্ছে। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। সেই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৫০টি হাসপাতালে এই বিশেষায়িত সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123689 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 07:25:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group