• হোম > শিক্ষাঙ্গন > পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৯:২৯
  • ৩৬০

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট

২০২২ আসরের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদ। আসরের ৫ম খেলা হিসেবে ব্যবসায় প্রশাসন এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় ব্যবসায় প্রশাসন অনুষদের বিপক্ষে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ১-০ গোলে দাপুটে জয় তুলে নেয়। ম্যাচের একমাত্র গোল স্কোরার হলেন শিমুল। এছাড়াও আইন ও ভূমি প্রশাসন অনুষদের গোলরক্ষক আবির সরকার বিপক্ষ দলের দুর্দান্ত ২টি গোল রক্ষা করে দাপুটে জয় পেতে সহায়তা করেন এবং ম্যাচসেরা হয়েছেন।

আইন ও ভূমি প্রশাসন অনুষদ দাপুটে জয় তুলে নেয়ায় উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

খেলাটি চলার সময় অসংখ্য দর্শকসহ জয়ী অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত থেকে দলটিকে সাপোর্ট দেন শিক্ষক-শিক্ষার্থীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123703 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 01:53:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group