• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > লক্ষ্মীপুরে নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ

লক্ষ্মীপুরে নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১০:০৫
  • ৫৩৭

লক্ষ্মীপুরে নিখোঁজ সেই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ গৃহবধূ আকলিমা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উদ্ধারকৃত গৃহবধূ আকলিমাকে তার মা ও চাচির হাতে তুলে দিয়েছে পুলিশ। এর আগে, সোমবার রাতে লক্ষ্মীপুর সদরের দালালবাজারের রানীরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (২৭ জুলাই) রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কালুপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন আকলিমা। এ ঘটনায় আকলিমার মা বিলকিস বেগম বাদী হয়ে বুধবার (২৭ জুলাই) রায়পুর থানায় বাদী হয়ে তার স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। আবার পাল্টা অভিযোগ করেন তার স্বামী হাসান।

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, গৃহবধূ আকলিমা নিখোঁজের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। নিখোঁজের ছয়দিন পর সোমবার রাতে জেলার দালালবাজারের রানিরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে মেয়েটিকে তার মা ও খালার কাছে হস্তান্তর করা হয়। মেয়েটি চিকিৎসা নিয়ে সুস্থ হলে উভয়পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তার মানসিক ও শারীরিক সমস্যা আছে।

প্রসঙ্গত, ৮ মাস আগে আকলিমার সঙ্গে মোহাম্মদ হাসানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আকলিমাকে প্রায়ই নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আকলিমা বাবার বাড়িতে আসতে চাইলে হাসান আসতে দিতেন না। গত বুধবার রাতে মেয়ের খোঁজ নিতে বিলকিস বেগম হাসানকে ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে হাসান তার শাশুড়িকে দ্রুত তাদের বাড়িতে আসতে বলে ফোন বন্ধ করে দেন। ঐ রাতে তারা হাসানের বাড়িতে এসে আকলিমার খোঁজ করে পাননি। এ সময় হাসান জানান, আকলিমা বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়ে গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123713 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:29:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group