• হোম > আন্তর্জাতিক > ট্রাম্পের ফাঁসি চাইলেন সিআইএ’র সাবেক প্রধান

ট্রাম্পের ফাঁসি চাইলেন সিআইএ’র সাবেক প্রধান

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১১:৩৪
  • ৪০৮

 ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হাইডেন।

এক টুইটার বার্তায় এ দাবি করেন তিনি। তিনি বলেছেন, পরমাণু সংক্রান্ত গোপন নথি ফাঁস করার দায়ে সাবেক এই প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি চালিয়ে ১১ সেট অতি গোপন নথি পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এরপরই ফাঁসি দাবি করলেন সিআইএ’র সাবেক প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে এফবিআইয়ের উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে ২০টি বাক্স, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি।

গত বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছেন কি না, সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করছে, এসবের মধ্যে রাষ্ট্রীয় কিছু অতি গোপনীয় নথি রয়েছে।

সূত্র: ফক্স নিউজ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123745 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 09:29:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group