• হোম > বিএনপি | রাজনীতি > দেশ শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন বাকি নেই : মঈন খান

দেশ শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন বাকি নেই : মঈন খান

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১১:৪২
  • ৫০১

 ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশ শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন বাকি নেই। সেরকম হলে এ অবস্থা থেকে বের হতে ২০-২৫ বছর সময় লাগবে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের মন্ত্রীরা মিথ্যা কথা বলার জন্য দক্ষ। দেশ উন্নয়নের জন্য দক্ষ নয়। এ সরকার ১৪ বছর ধরে অদক্ষতা ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে আর বেশি বাকি নেই।

ড. মঈন খান বলেন, কয়দিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন আমরা আইএমএফ’র কাছে ঋণ চাইনি, কিন্তু দুই দিন পরই জানা গেল সরকার আইএমএফের কাছে ঋণ চেয়েছে। সরকার ঋণের জালে জর্জরিত হয়ে আছে।

বিএনপির এ নেতা বলেন, সরকার পরিকল্পিতভাবে হাজার কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাংকগুলো খালি করে দিচ্ছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতারা দেশকে সিঙ্গাপুর বলত আর এখন দেশের রিজার্ভ তলানিতে।

মঈন খান বলেন, আমরা সরকারকে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন, তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট রফিক শিকদার, হায়দার আলী লেলিন, ভিপি হারুনুর রশিদ, রফিকুল আলম মজনু প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123749 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:06:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group