• হোম > খেলা > উইন্ডিজে দুই টেস্টই ড্র করল বাংলাদেশ এ দল

উইন্ডিজে দুই টেস্টই ড্র করল বাংলাদেশ এ দল

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১২:১৮
  • ৪৬০

ছবি: সংগৃহীত

উইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টেও কোন ফল পাওয়া হয়নি।দারুন লড়া্ইয়ের পরও সেন্ট লুসিয়ার চার দিনের ম্যাচটিও ড্র হয়। দুদলই ব্যাট হাতে দারুন লড়া্ই করেছে। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান সেঞ্চুরি করে এবং উইন্ডিজের পক্ষে সেঞ্চুরি করেছেন তেজনারায়ণ চন্দরপল। এবার ওয়ানডেতে লড়াই দেখার পালা।

সেন্ট লুসিয়া ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এ দল ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সাইফ হাসান ১৪৬ রানের এক কাব্যিক ইনিংস খেলেছেন।৩৪৮ বলে ১৩টি চার, চারটি ছক্কার সাহায্যে এই রান করেন।

জবাব দিতে নেমে তেজনারায়ণ চন্দরপলের ১০৯ রানের ইনিংসে ম্যাচ শেষ হয়ে যায়।চার দিনের ম্যাচে কোন ফল আসেনি।

আগের দিন বল হাতে মৃতূঞ্জয় চৌধুরী দাপট দেখিয়ে ছিলেন।স্বাগতিকদের বিপক্ষে িএগিয়ে থেকেই দিনশেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ছিল ৪৩ রান ২উইকেট। তেজনারায়ণ  চন্দরপল ও অধিনায়ক জশুয়া ডি সিলভার ব্যাটিংয়ে এগিয়ে যেতে থোকে উইন্ডিজ দল।

কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে জশুয়া ফিরলে ৫০ রানের তাদের জুটি ভাঙে। এরপর ২১ রানের ইনিংসে নাইমের দ্বিতীয় শিকারে পরিনত হন টেভিন ইলমাচ। শেষ বেলায় তেজনারায়ণ চন্দরপল রিটায়ার্ড  হার্ট হয়ে ফিরলে দিনের খেলা শেষ হয়ে যায়। দু দলকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123751 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 01:54:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group