• হোম > সৃষ্টিশীল ব্যক্তিত্ব > মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ওসি শামিম হোসেন

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ওসি শামিম হোসেন

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১৮:২১
  • ৩৬৩০

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ওসি শামিম হোসেন

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুর জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হলেন কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

কালকিনি থানা পুলিশ আজ এ তথ্য নিশ্চিত করেন।

মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে কালকিনি থানা দায়িত্ব শীলতার ও কর্মদক্ষতার প্রমান দিয়েছে, তাদের কর্মতৎপরতায় কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এ সম্মাননার মধ্যেদিয়ে আগামী দিনে কর্মপরিধি বারাবে বলে মনে করি।

কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন বলেন, দীর্ঘ প্রায় তিন বছর পর কালকিনি থানা সম্মানিত হল। আমাকে এবং কালকিনি থানাকে এ সম্মানিত করার জন্য জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)স্যার’কে ধন্যবাদ জানাচ্ছি।

পাশাপাশি কালকিনি থানার সকল সদস্যদের ধন্যবাদজানাচ্ছি, তারা আমাকে সার্বিক ভাবে সহায়তা করেছেন। আমি আগামী দিনে আপনাদের(সাংবাদিকদের)সহযোগিতা কামনা করছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123775 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 05:13:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group