• হোম > বাংলাদেশ | রাজশাহী > বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • রবিবার, ১৪ আগস্ট ২০২২, ১৮:৩০
  • ৪১৪

প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খোদেজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে বনপাড়া-তিরাইল সড়কের তিরাইল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত খোদেজান উপজেলার মাঝগাঁও নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার হোসেনের স্ত্রী। সে কানে কম শুনতো।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123779 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 01:18:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group