• হোম > আন্তর্জাতিক > উ.কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রস্তাব দেবে দ.কোরিয়া

উ.কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রস্তাব দেবে দ.কোরিয়া

  • সোমবার, ১৫ আগস্ট ২০২২, ১৫:৫৪
  • ৪২৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল

পরমাণু নিরস্ত্রীকরণে উ.কোরিয়াকে সহায়তা প্যাকেজের প্রস্তাব দিতে যাচ্ছে দ.কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল সোমবার বলেছেন, তিনি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে দেশটিকে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রস্তাব দেবেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া প্রশ্নে পিয়ংইয়ং সিউল কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন ধরনের যুদ্ধে পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তাদের ‘সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত’ রয়েছে দেশটির নেতা কিম জং উন- এমন কথা বলার এক মাসেরও কম সময় পর এ প্রস্তাবের কথা বলা হলো।

তবে এ উপদ্বীপে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ ‘আবশ্যক’ উল্লেখ করে ইয়ুন সোমবার বড় ধরনের সহায়তা পরিকল্পনার বর্ণনা দেন। এ পরিকল্পনার আওতায় খাদ্য ও বিদ্যুতের পাশাপাশি খেলার মাঠ, বিমানবন্দর ও হাসপাতালের মতো অবকাঠামোর আধুনিকায়নে সহায়তা করা তহবে।

১৯৪৫ সালে জাপানের উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার বাষির্কী পালন উপলক্ষে দেওয়া এক ভাষণে ইয়ুন বলেন, ‘উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির উন্নয়ন কার্যক্রম বন্ধ এবং পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করলে এই দু:সাহসী পদক্ষেপের ফলে দেশটির অর্থনীতির এবং তাদের দেশের জনগণের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আমি মনে করি।’

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাব পিয়ংইয়ংয়ের গ্রহণের সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123801 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 06:33:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group