• হোম > জাতীয় > সেপ্টেম্বরে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সেপ্টেম্বরে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

  • মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১১:০০
  • ৪১১

 ছবি: সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর থেকে দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্ররা ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। তবে তালিকাভুক্ত পরিবার এ কর্মসূচির আওতায় চাল কিনতে পারবেন।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রমও শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবারের ৪ কোটি মানুষ চাল পাবেন। ওএমএসের আওতায় যেকোনো ব্যক্তি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ পরিবার যখন উপকৃত হবে, তখন তাদের বাজার থেকে চাল কেনা লাগবে না।

তিনি বলেন, সরকারি মজুত আছে। আমরা তো মানুষের জন্যই মজুত করি। ১ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি শুরু করব।

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে চালের দাম বাড়ছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ছাড়া চালের দাম বৃদ্ধির কারণে আমদানির চিন্তা রয়েছে বলেও জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123845 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:01:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group