• হোম > মুক্তমত > সৎ নির্ভীক আদর্শবান অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী! প্রসংশা ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

সৎ নির্ভীক আদর্শবান অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী! প্রসংশা ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

  • মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১৬:৩২
  • ৩০৯৬

 লিশ সুপার মহরম আলী!

মীর দুলাল: সিলেট সুনামগঞ্জের মাটি বাংলার কৃতি সন্তান।

গতকাল১৫ ই আগস্ট এই শোকাবহ দিনে ভয়ংকর ঘটনা ঘটে যেতে পারতো।কাজেই দেশ জনগনের জান মালের রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্তা নিয়েছেন বাংলাদেশ পুলিশ।কিছু মানুষ বাস্তবতা এবং পরিস্থিতি সম্পর্কে না জেনে আবেগে অনেকে অনেক কথা বলছেন লিখছেন।

বরগুনার মানুষ পিছনের ঘটনা সম্পর্কে কি জানে?

পুলিশের সামনে কিছু ঘটে গেলে তখন কোথায় থাকতো আপনাদের মন্তব্য, নীতিকথা ও আবেগ। পুলিশকে প্রশ্নবিদ্ধর মুখে ফেলে দিতে খুব ভাল লাগে আপনাদের।
আপনাদের স্বার্থের জন্য সবসময় পুলিশ কে ব্যবহার করতে চান?
অন্যায় করাতে চান? আর না করলেই পুলিশ ভাল না সে ছাত্রদলের ক্যাডার।
বাহ্
অতীত ও বর্তমান ভুলে যাবেন না।পুলিশের অবদান।কত পুলিশ আপনাদের মিছিল মিটিংয়ে আপনাদের রক্ষা করতে জীবন দিয়েছেন, প্রাণ হারিয়েছেন।ফিরিয়ে দিতে পারবেন তাদেরকে?কত মায়ের বুক খালি হয়েছে জানেন?আর গতকাল সরকারি সম্পদ বাঁচাতে বারি কয়েকটা দেওনে ফেইসবুক আবেগে ভাসিয়ে দিচ্ছেন।পদত্যাগ চাচ্ছেন।
কখনো কি ভেবে দেখেছেন এক ঘন্টা পুলিশ কর্ম বিরতি দিলে কি হবে আপনাদের?

আপনি একজন বিসিএস কর্মকর্তা।
উড়ে এসে জুড়ে বসেনি। আপনার শিক্ষা আপনার জ্ঞানের আলোয় আপনি এ জায়গায় এসেছেন। যারা বাজে মন্তব্য করেন আপনাকে নিয়ে তারা হয়ত পক্ষপাত্বিত হয়ে সমালোচনা করে।বেঁচে থাকুন আপনি সত্য ও ন্যায়ের পক্ষে। অন্যায়ের সাথে কোন আপোষ নয় সে যে কোন দলেরই হোক। সততা সত্যতা ও ন্যায়ের প্রতীক হোক বাংলাদেশ পুলিশ।স্যালুট আপনাকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123885 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 10:18:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group