• হোম > আন্তর্জাতিক > পবিত্র কাবা শরিফ পরিষ্কারের কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ সালমান

পবিত্র কাবা শরিফ পরিষ্কারের কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ সালমান

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১০:৩৪
  • ৪০৬

 ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পবিত্র কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাদশাহ অসুস্থ থাকায় সোমবার (১৫ আগস্ট) এ কাজে তার প্রতিনিধিত্ব করেন ক্রাউন প্রিন্স।

নিয়মানুযায়ী প্রত্যেক বছর দু’বার সমগ্র কাবা শরিফ ধোয়ামোছা করা হয়। সে অনুসারে, ১৪৪৪ হিজরী সনের ১৫ মহররম প্রথমবার ধৌত করা হলো কাবা শরিফ। জমজম কূপের পানির সাথে গোলাপজল মিশিয়ে মোছা হয় পবিত্র ‘হাজরে আসওয়াদ’।

এ সময় যুবরাজের সাথে ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের স্বাগত জানান মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আস সুদাইস। আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণের আগে যুবরাজ তাওয়াফ করেন কাবা শরিফ এবং সেখানে নামাজ আদায় করেন।

প্রসঙ্গত, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আমল থেকেই পরিচালিত হচ্ছে কাবা শরিফ পরিচ্ছন্নতার কাজ। যা এখনও মেনে চলেছেন সৌদি আরবের বর্তমান শাসকরাও।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123909 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:25:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group