• হোম > আন্তর্জাতিক > সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল পাঁজরের হাড়! ক্ষতিপূরণ চেয়ে আদালতে নারী

সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল পাঁজরের হাড়! ক্ষতিপূরণ চেয়ে আদালতে নারী

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১০:৩৭
  • ৫২১

 প্রতীকী ছবি

নারী সহকর্মীকে আলিঙ্গন করেছিলেন। সেই আলিঙ্গনের চাপে ভেঙে গেল ওই নারীর পাঁজরের তিনটি হাড়! শেষমেশ ওই সহকর্মীকে আদালতে টেনে নিয়ে গেলেন নারী। ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশে। খবর টাইমস নাউ নিউজের।

খবরে বলা হয়, কর্মস্থলে নারী সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে তাকে জোরে আলিঙ্গন করেন পুরুষ সহকর্মী। সেই সময়ই ব্যথা অনুভব করে চিৎকার করে উঠেছিলেন নারী। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও বাড়ি পৌঁছাতেই নারীর অস্বস্তি বাড়তে শুরু করে। আরও ব্যথা বাড়ায় বুকে গরম তেল মালিশ করেন। এভাবেই পাঁচ দিন ধরে তেল মালিশ করেও যখন ব্যথা কিছুতেই কমছিল না, তখন তিনি হাসপাতালে যান। সেখানে তার বুকের এক্স-রে করে চিকিৎসকরা দেখেন, নারীর ডান দিকের পাঁজরের দু’টি এবং বাঁ দিকের পাঁজরের একটি হাড় ভাঙা। মোট তিনটি পাঁজরের হাড় ভাঙা অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই নারী কাজ থেকে কয়েক দিনের ছুটি নেন। ফলে তার আয়ও কমে যায়। নারীর দাবি, যে টাকা ছিল, সবই চিকিৎসার কাজে খরচ হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পর ওই সহকর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে একটি রফা করতে চেয়েছিলেন তিনি। তবে ওই পুরুষ সহকর্মী পাল্টা দাবি করেন যে, তার আলিঙ্গনের কারণে পাঁজরের হাড় ভেঙেছে এর প্রমাণ কী আছে? তারপরই ওই নারী তার সহকর্মীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।

মামলার শুনানিতে আদালত ওই সহকর্মীকে ১০ হাজার ইউয়ান ( বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালত যুক্তি দিয়েছে যে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, নারী কোনো কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123911 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 04:18:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group