• হোম > আন্তর্জাতিক > ৭৪০ বিলিয়ন ডলারের বিলে সই করলেন বাইডেন

৭৪০ বিলিয়ন ডলারের বিলে সই করলেন বাইডেন

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১৪:৩৬
  • ৪০১

 ছবি: সংগৃহীত

৭৪০ বিলিয়ন ডলারের স্বাস্থ্য সুরক্ষা, করারোপ এবং জলবায়ু বিষয়ক বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যার মধ্যে সবচেয়ে বড় ৩৭৫ বিলিয়ন ডলারের তহবিল যাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়। খবর ওয়াশিংটন পোস্টের।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ ৪৪ শতাংশ কমানো। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমাতেও কাজ করবে দেশটির সরকার। বিকল্প জ্বালানির মাধ্যমে কলকারখানা পরিচালনার পাশাপাশি গড়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন অবকাঠামো।

বিলটি সইয়ের ফলে নিত্য-প্রয়োজনীয় ওষুধের দামে কাটছাঁট আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডেমোক্র্যাটরা, সেটি পূরণ হবে। একই সাথে দরিদ্রদের ওপর চাপ কমাতে ধনী-শিল্পপতিদের ওপর করের পরিমাণ বাড়ানো হবে।

এদিকে, নভেম্বরে মার্কিন কংগ্রেসের নির্বাচনের আগে এমন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ডেমোক্র্যাটরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123939 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:58:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group