• হোম > জাতীয় > ২৫ আগস্ট বামদের হরতালে বিএনপির সমর্থন

২৫ আগস্ট বামদের হরতালে বিএনপির সমর্থন

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১৫:১৩
  • ৫০৭

 ফাইল ছবি

আগামী ২৫ (বৃহস্পতিবার) আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের কথা জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে কোনো দলের ন্যায় সঙ্গত দাবির আন্দোলন আমরা সবসময় সমর্থন করি।’

মির্জা ফখরুল বলেন, লুটপাট, দুর্নীতি, অর্থপাচার আর অপশাসন দেশটাকে সত্যিকার অর্থেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকেই বাকশালীরা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। বাগাড়ম্বর আর কাল্পনিক উন্নয়নের গল্প দেশের জনগণ আর শুনতে চায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যত অন্যায় অপকর্ম করেছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123947 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 06:28:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group