• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > ২৪ ঘণ্টায় ২১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় ২১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

  • বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১৯:০০
  • ৩২০৩

২৪ ঘণ্টায় ২১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ২১২ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জনে। আর নতুন দুইজন নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ। উল্লেখিত সময়ে করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ৫৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123977 ,   Print Date & Time: Monday, 13 October 2025, 01:08:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group