• হোম > সিলেট > হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ০৯:৪২
  • ৪৫৯

 ছবি: সংগৃহীত

( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৭ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামি নজরুল ইসলাম (৪৫)। সে একই ইউনিয়নের গুনই গ্রামের আব্দুল আলিমের পুত্র। বুধবার ১৭ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের ঘাটুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় ৮নম্বর খাগাউড়া ইউপি’র ঘাটুয়া গ্রামে অভিযান পরিচালনা করিয়া মৌলভীবাজার সদর থানার ছিনতাই মামলায় ০৪(চার) বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার ( ১০,০০০)টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী নজরুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করেন। আসামী গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ ১৭ বছর বিদেশে পলাতক ছিলেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123989 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 02:26:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group