• হোম > আন্তর্জাতিক > আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল; ২৬ জনের মৃত্যু

আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল; ২৬ জনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১০:১৪
  • ৪১৩

 ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল এবং সেখান থেকে লোকালয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

আলজেরিয়ার এক মন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এছাড়া সেতিফে আরও দুইজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনও চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এই দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123993 ,   Print Date & Time: Thursday, 17 July 2025, 04:28:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group