• হোম > জাতীয় > অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্য জিতল বাংলাদেশ

অর্থনীতি অলিম্পিয়াডে রৌপ্য জিতল বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১০:৩৩
  • ৪৮৯

 ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২-এ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। দলীয়ভাবে ১৮তম স্থান লাভ করেছে বাংলাদেশ।

২০১৯ সাল বাংলাদেশ নিয়মিত এ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এর আগেও বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও এবারই প্রথম রৌপ্য পদক এলো।

চীনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ফারহান মাশরুর, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের রিজ মোহাম্মদ হোসেন খান, স্কলাস্টিকার শিক্ষার্থী সামাহ আয়না কবির ও আরিয়েন ইসলাম এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ আরহাম চৌধুরী।

এদের মধ্যে রৌপ্য জিতেছেন রিজ মোহাম্মদ হোসেন খান আর ব্রোঞ্জ জিতেছেন ফারহান মাশরুর।

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড হলো বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অর্থনীতি বিষয়ক সবচেয়ে বড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বড় সফলতার পর বাংলাদেশ দল এখন ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ তথা অর্থনীতির বিশ্বকাপে বাংলাদেশ পতাকা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/123999 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 03:02:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group