• হোম > বিনোদন > এবার ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে বিয়ে করবো: শাকিব খান

এবার ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে বিয়ে করবো: শাকিব খান

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১০:৩৯
  • ৪৬৫

 ছবি: সংগৃহীত

অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার প্রাণভোমরা শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

এদিন বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে ‘কিং খান’ বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান জানান, ‘ওর (আব্রাম) সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124001 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 12:49:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group