• হোম > বাংলাদেশ > বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা, নোয়াখালীতে ৩ প্রতারক গ্রেফতার

বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা, নোয়াখালীতে ৩ প্রতারক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১১:৫৩
  • ৪৩৫

 বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা, নোয়াখালীতে ৩ প্রতারক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের বান্ডিলের ওপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তার আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পাশের এলাকায় বিদেশী টাকা দেখিয়ে প্রতারণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীরপাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল (৪৪), সারাজানের ছেলে মো: সবুজ (২৬) ও একই থানার তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো: ফারুক (৪৮)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124027 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 06:50:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group