• হোম > অন্যান্য > ‘বিএনপি গতবারও ধরা খেয়েছে, এবারও খাবে’

‘বিএনপি গতবারও ধরা খেয়েছে, এবারও খাবে’

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১২:৪১
  • ৩৯১

 ছবি: সংগৃহীত

বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়ে দেবে ‘আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি গতবার জগাখিচুড়ির ঐক্য করে ধরা খেয়েছে, এবারও ধরা খাবে। আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। খেলা হবে আগামী নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে।

এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124041 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:19:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group