• হোম > আন্তর্জাতিক > ফিলিস্তিনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

ফিলিস্তিনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১২:৫৮
  • ৫৭১

 ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া। বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। রাশিয়ার ‘আর্মি- টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরাম’-এর সাইডলাইনে গেল মঙ্গলবার ছিল তাদের দ্বিপাক্ষিক বৈঠক।

আগে থেকেই ফিলিস্তিনের সাথে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার; এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন জানায়। ইউক্রেনে চালানো সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার।

গেল সপ্তাহেই সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেয়ার ঘোষণা দেন। জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124043 ,   Print Date & Time: Friday, 23 January 2026, 09:58:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group