• হোম > সিলেট > চা বাগানের টিলা ধসে প্রাণ গেলো ৪ নারী শ্রমিকের

চা বাগানের টিলা ধসে প্রাণ গেলো ৪ নারী শ্রমিকের

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ১৫:০৪
  • ৪৫৬

চা বাগানের টিলা ধসে প্রাণ গেলো ৪ নারী শ্রমিকের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।

নিহতরা হলেন- হিরা বুমেজ (৩৩), রিনা বুমেজ (২২), রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124069 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:07:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group