• হোম > সিলেট > পাহাড়ের সুরঙ্গে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী-শ্রমিক নিহত

পাহাড়ের সুরঙ্গে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী-শ্রমিক নিহত

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ০৯:৪৪
  • ৫০৪

পাহাড়ের সুরঙ্গে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী-শ্রমিক নিহত

(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

সিলেটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগষ্ট২২) ইং দুপুরে এ ঘটনা ঘটে।নিহত চারজন‌ই লাখাইছড়া চা-বাগানের শ্রমিক।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবদুল কাদির বলেন, ঘর পুনর্নির্মাণের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন তারা।টিলা অনেক উঁচু নরম থাকায় ধসে পড়ে তাদের ওপর।এতে ঘটনাস্থলেই ওই চার নারীর মৃত্যু হয়।নিহতরা হলেন হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী।মাটি কেটে নেয়ার সময় টিলা ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124080 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 04:18:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group