• হোম > বরিশাল > ঝড়ের কবলে পড়ে জেলে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৩ জেলে, সন্ধান মিলছে না ৪ ট্রলারের

ঝড়ের কবলে পড়ে জেলে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৩ জেলে, সন্ধান মিলছে না ৪ ট্রলারের

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ১৫:১৮
  • ৪৬০

ছবি: সংগৃহীত

ভোলা প্রতিনিধি: ভোলার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরো তিনটি জেলে ট্রলারের সন্ধান মিলছে না।

শুক্রবার সকাল ও বিকেলে চরফ্যাশনের শামরাজ ঘাটের অদূরে সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগাডের ৫টি টিম সাগরে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে লালমোহনেরর বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১৮ মাঝির মধ্যে ৫ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। এছাড়াও চরফ্যাশনের সামরাজ , কুকরি-মুকরি, ঢালচর এলাকার ৪ টি ট্রলারের সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লা বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না খবর পেয়েছি। তবে নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি এখনো। বিভিন্ন ভাবে খবর নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, সাগরে ডুবি ও নিখোঁজ ট্রলারের সন্ধানে কোস্টগার্ডের ৫টি টিম অভিযানে রয়েছে।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124150 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 09:54:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group