• হোম > জাতীয় > হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের বিক্ষোভ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের বিক্ষোভ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

  • শনিবার, ২০ আগস্ট ২০২২, ১৬:৪৭
  • ৪৫৮

ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে ১১টি চা বাগানের শ্রমিকরা ৩শ টাকা মজুরির দাবীতে প্রায় দেড় ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার (২০ আগস্ট২২) ইং দুপুর থেকে উপজেলার ১১টি চা বাগানের শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাহুবলের ঢাকা সিলেট মহাসড়কে এসে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় চা শ্রমিকরা প্রায় দের ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

ঢাকা সিলেট মহাসড়কের দু’পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এমতাবস্থায় তাদের ৩’শ টাকা মজুরি বৃদ্ধির দাবীতে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে শুয়ে পড়ে।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহীউদ্দীন,সহকারী কমিশনার(ভূমি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান, রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাহুবলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরবর্তীতে স্থানীয় এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা সাপেক্ষে তাদের সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করলে শ্রমিকরা সাময়িক সময়ের জন্য তাদের অবরোধ তুলে নেয়।

চা শ্রমিক নেতৃবৃন্দরা বলেছেন যদি তাদের দাবী মেনে নেয়া না হয়,তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124160 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:47:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group