• হোম > জাতীয় > গুলশানে বিসিবি কর্মকর্তা জালাল ইউনুসের বাসায় গৃহকর্মীর মৃত্যু

গুলশানে বিসিবি কর্মকর্তা জালাল ইউনুসের বাসায় গৃহকর্মীর মৃত্যু

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৩:০২
  • ৪০৯

 প্রতীকী ছবি

রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে ক্রিকেট বোর্ড কর্মকর্তা জালাল ইউনুসের বাসার গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) রাতে খাওয়া-দাওয়া করেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করেন এবং পরে ঘুমিয়ে পড়েন। সকালে আবার অসুস্থ বোধ করলে বাসার লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ শাহানুর রহমান গণমাধ্যমকে জানান, গুলশানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের বাড়িতে নিহত নারী দীর্ঘদিন কাজ করতেন। মারা যাওয়ার খবর শুনে তার পরিবারের লোকজন এসে তার লাশ নিয়ে যেতে চাইলে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটিকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124223 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:23:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group