• হোম > বিনোদন > মুকুটটা পড়ে আছে, রাজাই শুধু নেই : নিপুণ

মুকুটটা পড়ে আছে, রাজাই শুধু নেই : নিপুণ

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৩:০৫
  • ৩৮৮

 ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে আজকের দিনেই (২১ আগস্ট) পৃথিবী ভ্রমণ শেষ করেন নায়করাজ রাজ্জাক। অভিনয় জগতে তিনি ছিলেন রাজার মতোই। নায়করাজ নেই, তবে দেশের মানুষের অন্তরে তার স্মৃতি অম্লান।

আজকের দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। নায়করাজের প্রতি সম্মান জানিয়ে চিত্রনায়িকা নিপুণ তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত বরেণ্য অভিনেতা, আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃপ্রতিম অভিভাবক নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ ওপাড়ে ভালো থাকুন পরম প্রভুর চির শান্তির ছায়াতলে।

প্রসঙ্গত, অভিনয় দক্ষতা দিয়ে নানান বয়সী দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। তার মতো কিংবদন্তি নায়ক আর হয়তো আসবে না। তার মতো এমন অভিভাবক আর হয়তো পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124225 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 08:36:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group