• হোম > ফুটবল > নেইমার-এমবাপ্পের মধ্যে কোনো বিরোধ নেই

নেইমার-এমবাপ্পের মধ্যে কোনো বিরোধ নেই

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৩:৩৫
  • ৪২৬

নেইমার-এমবাপ্পে

দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোনো বিরোধ বা খারাপ সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালটিয়ার।

শনিবার মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোনো ধরনের উদযাপন করেননি। পেনাল্টি কেলেঙ্ককারীর বিষয়টি অবশ্য সকলের চোখেই পড়েছে। যদিও গালটিয়ার বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না।

রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ গুঞ্জন শেষ করে প্যারিসেই থেকে যাবার সিদ্ধান্ত নেবার পর মন্টিপিলিয়ারের বিপক্ষে ম্যাচটি ছিল ২৩ বছর বয়সী এমবাপ্পের এবারের মৌসুমের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৩৯টি গোল করলেও নেইমার ইনজুরির কারণে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। যদিও এবারের মৌসুমে শুরুতেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে। ইতোমধ্যেই তিন ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124233 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 01:11:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group