• হোম > আওয়ামীলীগ > খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না : মায়া

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না : মায়া

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৬:০৭
  • ৯২৭

 খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না : মায়া

গায়ে এক ফোটা রক্ত থাকতে খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে, তারপর জেলে চার নেতাকে হত্যা করেছে। তার ছেলে তারেক জিয়াও শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে শেষ করতে চাইছে। ওই খুনি পরিবার রাজনীতি করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। গায়ে এক ফোটা রক্ত থাকতে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না।

তিনি বলেন, ষড়যন্ত্র কত প্রকার ও কী কী তা যদি শিখতে চান, তাহলে জিয়া পরিবার থেকে শিখতে পারবেন। এই পরিবারের বাংলাদেশে রাজনীতি করার কোনও সুযোগ নাই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জনগণের সঙ্গে নেতাকর্মীদের ব্যবহারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কী পরিমাণ ভোট পাবে। আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচা-মরার নির্বাচন। কারণ, স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় আসে বাংলাদেশের চেহারাই পালটে দেবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124247 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:24:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group