• হোম > ঢাকা > গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালি

গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালি

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৭:৩৯
  • ৩৭৯

গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শোকর‌্যালি

২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্যার নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল শোকর‌্যালি বের করা হয়।

র‌্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলার ৫ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে জড়ো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ নেতা ফাদলিল হাসান আলীফ ও আরিফ ইসলাম তারেকসহ ৫ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ অনেকেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124265 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:21:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group