• হোম > স্বাস্থ্যকথা > লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

  • রবিবার, ২১ আগস্ট ২০২২, ১৮:০৫
  • ২২৩২

লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন।

জানা গেছে, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার ইআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

আজ রবিবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে ডা. এএসএম আলমগীর বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিডনীতেও দেখা দিয়েছে সমস্যা। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

স্বাস্থ্য অধিদফতরের সিডিসি শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন। তার সুস্থতার জন্য আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরে দোয়ার আয়োজন করা হয়। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাচ্ছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরেন।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124271 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:50:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group