• হোম > রংপুর > ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ০৯:৪৮
  • ৩৯৬

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু , সহ সভাপতি চাষী এমএ করিম, শেখ বাবুল, এডভোকেট আব্রাহাম লিংকন, সাইদ হাসান লোবান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২০ নেতা কর্মী মারা যান। আজও বর্বোরোচিত ঐ বোমা হামলার ঘটনায় নিহত পরিবারগুলোর মাঝে অজানা আতংক বিরাজ করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124285 ,   Print Date & Time: Monday, 4 August 2025, 12:35:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group