• হোম > আইন-অপরাধ > হবিগঞ্জে ‘মা’ কে নির্যাতন দায়ে ছেলে কে ১বছরের কারাদন্ড প্রদান

হবিগঞ্জে ‘মা’ কে নির্যাতন দায়ে ছেলে কে ১বছরের কারাদন্ড প্রদান

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ০৯:৫৫
  • ৩৬৬

হবিগঞ্জ,মা,নির্যাতন, ছেলে,  কারাদন্ড

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে মাকে নির্যাতন করায় দায়ে ছেলে কে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলার প্রশাসন।

রবিবার (২১আগস্ট২২) ইং বিকাল ২.৩০ ঘঠিকায় নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমির পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।দন্ডপ্রাপ্ত আব্দুল আহাদ(২১) মৃত আব্দুল রশিদ এর ছেলে । তার মা দীর্ঘদীন ধরে পূর্ব তিমির পুর গ্রামে তাদের কে আত্নীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অকারনে প্রতিদিনের মতোই রবিবার সকালে সে তার মাকে মারধোর ও ঘরবাড়ি ভাঙ্গচুর করে। এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে তার মেয়ের বাড়িতে আশ্রয় নেন।

স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে তার স্বীয় দোষ স্বীকার ও অপরাধ প্রমাণ হওয়ায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আইনশৃংখলা ও প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান সহ একটি আভিযানিক দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124287 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 05:11:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group