• হোম > খেলা > শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না ডমিঙ্গো

শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না ডমিঙ্গো

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১০:১৭
  • ২০৯৪

 ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট ঘিরে বাংলাদেশ দলের নতুন ভাবনার জোয়ার বইছে গেল কয়েকদিন। টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীরাম শ্রীধর। পদবি যেমনই হোক, টি-টোয়েন্টি দলের হর্তাকর্তা হতে যাচ্ছেন তিনিই।

রবিবার বাংলাদেশে এসেছেন শ্রীরাম। দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর হোটেলে না গিয়ে সরাসরি যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এখানে এসে লাল ও সবুজ দলের খেলা দেখেছেন শ্রীরাম। এরপর মাঠেই নির্বাচক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি। পরে মিরপুর ছাড়ার সময় ক্যামেরার সঙ্গে একরকম লড়াই-ই করতে হয়।

শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দলীয় অনুশীলনের প্রথম দিন থাকলেও রবিবার ছিলেন না তিনি। হোটেলেই সময় কেটেছে তার।

সোমবার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই কার কোন দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া হবে। নির্ধারিত হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভাগ্যও।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124295 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:59:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group