• হোম > জাতীয় > জামিন শুনানির জন্য আদালতে সম্রাট

জামিন শুনানির জন্য আদালতে সম্রাট

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১০:৩৭
  • ৪৭৮

ছবি: সংগৃহীত

দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে হাজির করা হয়।

এর আগে ১১ আগস্ট সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124305 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 05:33:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group