• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ > বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: ডিকসন

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: ডিকসন

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১২:৫২
  • ৪৬৬

ফাইল ছবি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য সব দলের আলোচনা জরুরি। সামনে হতে যাওয়া বাংলাদেশের সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।

সোমবার (২২ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ‘মিট দ্যা এ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, ভোট আয়োজন, গণনা ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা থাকা উচিৎ। উন্নয়নের ধারাবাহিকতার জন্য ভালো নির্বাচন দরকার। নির্বাচিত কারা হবে অবশ্যই তা দেশের জনগণ ঠিক করবে। উন্নয়ন সহযোগী হিসেবে পর্যবেক্ষক বা অন্যান্য বিষয়ে যুক্তরাজ্য কেবল সহায়তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য। একটি শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছেন তিনি। ভ্যাকিসনে বাংলাদেশের সফলতার জন্যও প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124319 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:10:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group