• হোম > অর্থনীতি > স্বর্ণের দাম আবারও বাড়ল

স্বর্ণের দাম আবারও বাড়ল

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১৩:১৪
  • ৪৫৬

 ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

২২ আগস্ট (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৩ হাজার ২৮১ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা।

দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৯১ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৬ হাজার ২২০ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৩৩ টাকা।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

আজ (রোববার) পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৮২ হাজার ৫৬ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকা।

উল্লেখ্য, এর আগে ২৭ ও ২৯ জুলাই, ৪ ও ৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ গত ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124331 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:46:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group