• হোম > অন্যান্য দল > দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাসউদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাসউদ

  • সোমবার, ২২ আগস্ট ২০২২, ১৬:২০
  • ৩৯৮

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে একটি শ্রেনীর তৎপরতা দেখা যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী সকল ক্ষমতাসীন শাসকগোষ্ঠী দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে হলেও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে যা খুশি তাই করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে দেশের জনগণকেই সজাগ থাকতে হবে। আর রক্ষা করতে পালন করতে হবে অগ্রণী ভূমিকা।

২২ আগস্ট সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানা কর্তৃক আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন। থানা সহ-সভাপতি আলহাজ্ব জমির আলী দেওয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ হানিফ ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট শওকত আলী হাওলাদার। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানা ও আওতাধীন ওয়ার্ড শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, প্রতিহিংসার রাজনীতির কারনে দেশে সুস্থ ধারার রাজনীতি থেকে যোগ্যরা মুখ ফিরিয়ে নিচ্ছে। দেশ এখন চরম নেতৃত্ব সঙ্কটে ভুগছে। বিরোধী দল ও মত দমনের রাজনীতির কারনে জনগণের অধিকার নিশ্চিত করতে আগ্রহ নাই জনপ্রতিনিধিদের। সর্বত্র দুর্নীতি আর দুর্নীতি।

তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় ক্যাডাররা নিজেদের পারফরম্যান্স দেখাতে গিয়ে লাগামহীন হয়ে গেছে। কোন কাজ ও কথায় দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় সেটুকুর জ্ঞানও বিলুপ্ত হতে দেখা যাচ্ছে। এমতাবস্থায় দেশের জনগণকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124351 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 05:28:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group