• হোম > জাতীয় > রাজধানীর ফার্মগেটে ফার্মভিউ হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ফার্মগেটে ফার্মভিউ হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ০৯:৪৮
  • ৪০১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর ফার্মগেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ফার্মভিউ হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের। ২৩ আগস্ট, ২০২২ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মো. আকরাম উল্লাহ সিকদার ও চেয়ারম্যান প্রফেসর ড. সেলিমুর রহমান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই হসপিটাল আপামর জনসাধারণের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।
তিনি বলেন, অনেক দিক থেকে ফার্মগেট এলাকা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এমন এলাকায় বহুতল বিশিষ্ট নির্মিতব্য এই অত্যাধুনিক হাসপাতাল দ্বারা সাধারণ মানুষ উপকৃত হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124381 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:19:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group