• হোম > আন্তর্জাতিক > মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১১:৫২
  • ৪৩০

 ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিজেপি বিধায়ক টি রাজা সিংকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তাকে গ্রপ্তার করা হয়।

পুলিশের ডিসিপি (পশ্চিম অঞ্চল) জোয়েল ডেভিস ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমকে বলেন, আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। বিধায়ক রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজা সিংকে তার বাসভবন থেকে হেফাজতে নিয়ে যায় হায়দরাবাদের পুলিশ কমিশনারের টাস্ক ফোর্স।

কর্মকর্তারা বলেছেন, তারা রাজা সিংয়ের ভিডিওটি সরিয়ে দিচ্ছেন, যা মুসলিম নেতারা তাদের সম্প্রদায়ের জন্য অপমানজনক বলে অভিযোগ করেছে।

মঙ্গলবার সকালে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে রাজা সিং বলেন, তার ভিডিওটি স্ট্যান্ড-আপ কমেডিয়ান ফারুকির বিরুদ্ধে একটি কৌতুকপূর্ণ ভিডিও ছিল। এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।

দুইবারের বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাত থেকে শহরের বেশ কয়েকটি থানার বাইরে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124403 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 07:54:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group