• হোম > বিনোদন > নতুন লুকে নওয়াজের চমক

নতুন লুকে নওয়াজের চমক

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১২:০৪
  • ৩৫৫

 ছবি: সংগৃহীত

চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, লম্বা চুল আর এসবের সাথে ম্যাচ করা পোশাকের সাথে মিলিয়ে পরেছেন অলংকার। প্রথম দেখায় তাকে একজন নারী বলে ভুল করে ফেলতেই পারেন। কিন্তু, আসলে উনি আপনার-আমার প্রিয় ও উপমহাদেশের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রকাশিত হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরবর্তী সিনেমা ‘হাড্ডি’র মোশন পোস্টার। হাড্ডির পোস্টারেই এমন রূপে দেখা গেছে নওয়াজকে।

সিনেমায় নিজের লুক নিয়ে নওয়াজউদ্দিন বলেন, আমি বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছি। কিন্তু হাড্ডিতে আমার চরিত্রটি সেসব থেকে সম্পূর্ণ অন্যরকম ও আমার জন্য বিশেষ একটি চরিত্র হতে যাচ্ছে। নিশ্চিত করে বলতে পারি যে আমাকে আগে কখনই এমন কোনো চরিত্রে দেখা যায়নি। আশা করছি এ চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো। এখন হাড্ডি’র শুটিং শুরুর অপেক্ষায় আছি।

জানা গেছে, রিভেঞ্জ-ড্রামা জনরার এ সিনেমা প্রযোজনা করছে জি স্টুডিওজ এবং অনন্দিতা স্টুডিওজ। পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা।

তিনি বলেন, আমার কাছে এটি বাড়তি পাওয়া, কারণ হাড্ডি’তে আমি নওয়াজের সাথে কাজ করার ‍সুযোগ পেয়েছি। আমাদের টিমের প্রত্যাশা সদ্য প্রকাশিত মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিবে। আর আমরাও নতুন কিছু দিতে পারবো।

প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘হাড্ডি’র শুটিং শুরু হবে। প্রথমে উত্তর প্রদেশে এবং পরবর্তী সময়ে নয়ডা ও গাজিয়াবাদে সিনেমাটির দৃশ্যায়ন করবেন নির্মাতারা। আগামী বছর মুক্তির কথা রয়েছে হাড্ডি’র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124411 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:38:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group