• হোম > আন্তর্জাতিক > পাকিস্তানের দিকে মিসাইল ছোড়ায় ভারতীয় বিমান বাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানের দিকে মিসাইল ছোড়ায় ভারতীয় বিমান বাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত

  • বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১২:৫৭
  • ৪০৭

 ছবি: সংগৃহীত

পাকিস্তানের দিকে ভুলবশত মিসাইল ছোড়ার অপরাধে বরখাস্ত হলেন ভারতীয় বিমান বাহিনীর ৩ কর্মকর্তা। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) এই শাস্তির কথা জানায় বিশেষ তদন্ত কমিটি। খবর রয়টার্সের।

চলতি বছরের ৯ মার্চ পাকিস্তান ভূখণ্ড লক্ষ্য করে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে গঠিত হয় তদন্ত কমিটি। এতদিন চুলচেরা বিশ্লেষণ এবং দফায়-দফায় চলে জিজ্ঞাসাবাদ। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) দোষী সাব্যস্ত হন বিমান বাহিনীর ৩ কর্মকর্তা। ইতোমধ্যে চাকরি থেকে তাদের বরখাস্ত করেছে সরকার।

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গেলো মার্চেই দুঃখ প্রকাশ করে ভারত। এজন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর পাকিস্তানের তরফ থেকে জানানো হয়, তাদের ভূখণ্ডের ১০০ কিলোমিটার অভ্যন্তরে পড়েছে ক্ষেপণাস্ত্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/124421 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:33:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group